▇ নুরে আলম দুর্জয়
ধর্ম একটি ভাষা; আবদ্ধ ভাষা। ওতে আমার আগ্রহ নাই। আপনি আস্তিক হলে হতে পারেন, তাতে আমার যায় আসে না। কিন্তু আমি নাস্তিক হলে আপনার যায় আসে কেন? এতে আপনার ক্ষোভ কেন? কিসের আশায়?
আমার মনে হয় ব্যাপারটিতে রাজনীতি ও রাষ্ট্র জড়িত।
'দেশ শাসন করতে চাইলে জনতার হাতে ধর্ম তুলে দাও'- এমন একটা বিষয় যেন! বেশ আগে খবরে দেখেছি, তুলে নিয়ে গিয়ে মাথা কামিয়ে পরে টুপি পড়ায়ে দেয়া হয়েছে। কেন করে, কারা করে এসব? বাজে বিষয়। নাস্তিক বলে এর আগে তো হত্যা করা হয়েছে কয়কজনকে।
নাস্তিকরা এদেশে সংখ্যায় অতি অল্প। এই সংখ্যাটি পশ্চাদপদ নয়- এজন্যই ধর্মওয়ালারা তটস্থ থাকেন। আমার মনে হয়, সামনের দিনগুলিতে আস্তিকরা নাস্তিকদের সঙ্গে একটা অঘোষিত চুক্তি করবে নিজেদের স্বার্থেই; কেননা এদের আর কোথাও যাওয়ার জায়গা নাই- এরা সবাই বন্দী।
লেখক: কবি, সাংবাদিক ও একটিভিস্ট

0 মন্তব্যসমূহ
প্রাসঙ্গিক ও মার্জিত মন্তব্য করুন