রিভিউ: নাসিম-এ-আলমকে নিয়ে তারারার বিশেষ আয়োজন


লিখেছেন: সাম্য রাইয়ান

সাহিত্যের আলোকপত্র ‘তারারা’ (৮ম বর্ষ/৩য় সংখ্যা) হাতে এলো। সাম্প্রতিক সংখ্যাটিতে অকালপ্রয়াত কবি নাসিম-এ-আলমকে নিয়ে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। আমি কিছুদিন আগে এই কবির কবিতার সাথে পরিচিত হয়েছি। ব্যতিক্রমী শক্তিমান কবি হিসেবে অনুপম শক্তিমত্তার সাথে তিনি নব্বইয়ের দশকে বাঙলা কবিতাঙ্গনে আত্মপ্রকাশ করেছিলেন। ২০২২-এর ২৪ অক্টোবর তিনি প্রয়াত হন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সংখ্যার ক্রোড়পত্রে প্রবন্ধ লিখেছেন তৈমুর খান, অনিমেষ মণ্ডল, আবু রাইহান, দেবাশিস সাহা, ফজলুল হক, হরিৎ বন্দোপাধ্যায়, চাঁদ রায়, বিপ্লব গঙ্গোপাধ্যায় ও আশুতোষ বিশ্বাস।
এছাড়া সাদাত হাসান মান্টোর সাহিত্য বিষয়ে আলোচনা লিখেছেন স্বপন কুমার মণ্ডল। আরো দুটি প্রবন্ধ লিখেছেন নচিকেতা বন্দোপাধ্যায, রাহুল রায়।
পাঁচটি ছোটগল্প লিখেছেন যথাক্রমে সুপ্রিয়া মণ্ডল, ঋভু চট্টোপাধ্যায়, মৃদুল শ্রীমানী, পরাগ জ্যোতি ও শুভব্রত আচার্য্য।
আর লিটল ম্যাগাজিনের প্রাণ ‘কবিতা’ আছে অনেক।
সর্বশেষ সংশোজন হিসেবে আছে বাঙলাদেশ ও ভারতের গল্প, কবিতা ও প্রবন্ধের দশটি বইয়ের আলোচনা।
সব মিলিয়ে বলা যায় দারুণ এক সংখ্যা। এমন সংখ্যা প্রকাশের জন্য সম্পাদক আশুতোষ বিশ্বাসকে ধন্যবাদ জানাতেই হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ