হাতি দিয়ে চাঁদাবাজি দেখলে যা করবেন

কোথাও হাতি দিয়ে চাঁদাবাজি অথবা হাতি বেধে রাখতে দেখলে নিচের দুটো নাম্বারে কল দিয়ে জানাবেন।

একইসাথে সম্ভব হলে হাতির পিঠে থাকা ছেলেটির কাছ থেকে হাতি ভাড়া নেয়ার জন্য ফোন নাম্বার বা কার্ড চাইবেন। ভিডিও করবেন। কিন্তু কোন প্রতিবাদ করবেন না। আপনি বিষয়টায় আনন্দ পাচ্ছেন বা কোন একটা প্রোগ্রামে হাতি ভাড়া নিতে চাচ্ছেন এটাই বুঝাবেন। তাদের কার্ড পেলে ঠিকানা এনং ফোন নাম্বার পেয়ে যাবো আমরা। এবং অবশ্যই বন বিভাগের নাম্বারটায় ফোন দিয়ে বলবেন ব্যবস্থা নিতে। এটা তাদের দায়িত্ব।

বনবিভাগের অপরাধ দমন ইউনিটের নাম্বার- 01999000095
প ফাউন্ডেশনের হাতি বিষয়ক তথ্যের নাম্বার- 01733938927

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ