চিত্র বি-চিত্র কাহিনি - হিরণ মিত্র

চিত্র বি-চিত্র কাহিনি হিরণ মিত্র
মনের রঙে চুবিয়ে ক্যানভাসে তুলির টান পড়ল। যা ফুটে উঠল তা ছবিই তো? নাকি আমার আপনার দেখা আর চেনা জগৎটাই তার ভালোলাগা, বিক্ষোভ আর অসন্তোষ নিয়ে হঠাৎ বাঙময় হয়ে উঠল? পৃথিবীর গ্যালারি জুড়ে ছবি জমে উঠল, স্মৃতি জুড়ে চিত্রকরের নাম আর সাতরঙে মেশা শূন্যতা সরগরম হয়ে উঠল দশর্ক মনের অসংখ্য প্রশ্নে। ছবির আড়ালে থাকা শিল্পীমনের কিছু কথা, যা ছবির থেকে কম রঙিন নয় তা উঠে এল এখানে। শিল্পীর মনের ক্যানভাসের সেইসব অচেনা অজানা গল্প নেহাত গল্পের ছলেই লেখক বলে চললেন, বললেন প্রদর্শনী আর প্রতিষ্ঠানের কথাও। হয়তো ক্যানভাসের এপাড়ে দাঁড়ানো মনের মধ্যে এতদিনের জমে ওঠা অনেক প্রশ্নের উত্তর ধরা থাকল, তাতে জমা থাকল কিছু দীর্ঘশ্বাসও। সময় পার হয়ে কত রং তার চিরন্তনত্ব পেল, কত শিল্পীর জীবন ধূসরতার রঙে শেষ হয়ে গেল, কত দর্শন রঙে রঙে অনুবাদ হল, দেশ বিদেশের সেইসব অজানা তথ্যই পাতায় পাতায় ছড়িয়ে পড়ল এই দুই মলাটের মধ্যে। ভাঙা কীভাবে শুধু ভাঙা হয়েই রইল, অচেনা রূপকল্পের ভাজে ভাজে চেনা জগৎটা কীভাবে ঢাকা পড়ল, প্রকাশ পেল, হারিয়ে গেল। সে সবই ধরা থাকল এখানে। সব শেষে তা আমাদের দাঁড় করিয়ে গেল নেপথ্য এক ছবির সামনে। এই বই-এর পাতা ওলটানোর অবসরে এভাবেই হয়তো আরও কিছু ছবি, বেশ কিছু নাম পাকাপাকিভাবে আপন হয়ে উঠবে আমাদের।

  • চিত্র বি-চিত্র কাহিনি
  • হিরণ মিত্র
  • মূল্য- ৩০০ টাকা 
  • পৃষ্ঠা- ২১৬
  • প্রকাশক- প্রতিভাস, কলকাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ